ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪২, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেনীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

ফেনীতে করোনা উপসর্গ নিয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ মে) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।

মৃত দু’জনই সদর উপজেলরর ধলিয়া ও ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা।

আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ইকবাল হোসেন ভূঁইয়া জানান, শনিবার ফেনী সদর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়। এর মধ্যে এক ব্যক্তি (৬২) ফেনী জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। এর কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তিনি উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর এলাকার বাসিন্দা।

একইদিন, ধলিয়া ইউনিয়নের আলিপুর গ্রামের এক বৃদ্ধা (৮০) ডায়েরিয়া নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি প্রক্রিয়া শেষ হবার আগেই তিনি মারা যান।

করোনা উপসর্গ থাকায় তাদের দুইজনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে।

 

সৌরভ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়