ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাতক্ষীরায় ব্লাড ক্যানসারের রোগীসহ করোনায় আক্রান্ত ৩

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় ব্লাড ক্যানসারের রোগীসহ করোনায় আক্রান্ত ৩

সাতক্ষীরার তালা উপজেলায় এক ব্লাড ক্যানসারের রোগীসহ নতুন করে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন।

এনিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

রোববার (৩১ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত ।

নতুন আক্রান্তরা হলেন-সদর উপজেলার একজন, তালা উপজেলায় একজন ও শ্যামনগর উপজেলায় একজন।

তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, উপজেলার কলিয়া গ্রামে ব্লাড ক্যানসার রোগে আক্রান্ত এক রোগী করোনাতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি বাড়িতে আছেন। এই পরিস্থিতিতে তিনি বাড়িতে থাকবেন না হাসপাতালে ভর্তি হবেন, সেই সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে নেওয়া হবে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন জানান, তালা উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে করোনা আক্রান্ত ওই রোগীর বাড়িসহ সংস্পর্শে আসা আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় নতুন করো তিনজনের করোনা শনাক্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে করোনায় আক্রান্ত ওই তিনজনের বাড়ি লকডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। 

এ নিয়ে রোববার (৩১ মে) সকাল পর্যন্ত জেলার দেবহাটা উপজেলায় ২৫ জন, সদর উপজেলায় ৬ জন, কলারোয়া উপজেলায় ৫ জন, তালা উপজেলায় ২ জন, আশাশুনি উপজেলায় ৩ জন ও শ্যামনগরে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।



শাহীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়