ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে তিন পুলিশ সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ১৯

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৩১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টাঙ্গাইলে তিন পুলিশ সদস্যসহ করোনায় নতুন আক্রান্ত ১৯

টাঙ্গাইলে নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একই থানার তিন জন পুলিশ সদস্য রয়েছেন। এতে করে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৬৫ জনে।

রোববার দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় একজন, মধুপুরে দুজন, দেলদুয়ারে তিনজন, সদরে দুজন, নাগরপুরে পাঁচজন এবং ঘাটাইলে একজন, গোপালপুরে তিনজন, সখীপুরে একজন এবং মির্জাপুর উপজেলায় একজন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, গত বুধবার ১৩২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে আজ রোববার সকালে তাদের নমুনার ফলাফল আসে। এতে জেলায় নতুন করে ১৯ জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়। নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর থানার দুজন এসআই এবং একজন পুলিশ কনস্টেবল এবং একই থানার পূর্বে আক্রান্ত এক কনস্টেবলের স্ত্রী ও আট বছরের ছেলে রয়েছে। আক্রান্তদের বাড়ি অবরুদ্ধসহ তাদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


টাঙ্গাইল/শাহরিয়ার সিফাত/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়