ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

গাজীপুরের ১৫১৭টি শিল্প কারখানা চালু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৪, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরের ১৫১৭টি শিল্প কারখানা চালু

গাজীপুরে পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের ২০৭২টি শিল্প কারখানার মধ্যে সোমবার (১ জুন) ১৫১৭টি কারখানা খুলেছে।

এসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।  গাজীপুর শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

গাজীপুর শিল্প পুুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, সোমবার গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের ১৫১৭টি শিল্প কারখানা চালু হয়েছে।

চালু হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে বিজিএমইএভুক্ত ৭০৮টি, বিকেএমইএভুক্ত ১০০টি, বিটিএমএভুক্ত ৯০টি এবং অন্যান্য কারখানা ৬১৯টি।

এ ছাড়া বাকি ৫৫৫টি কারখানা বন্ধ রয়েছে।  এরমধ্যে বিজিএমইএভুক্ত ১২২টি, বিকেএমইএভুক্ত ৩৮টি, বিটিএমএভুক্ত ৩২টি এবং অন্যান্য ৩৬৩টি কারখানা রয়েছে।

 

গাজীপুর/হাসমত/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়