ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনাজয়ী ১০১ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে করোনাজয়ী ১০১ পুলিশ সদস্যকে সংবর্ধনা

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জেলা পুলিশ প্রশাসন।

সোমবার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশ লাইনে ১০১ জন পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

করোনাবিজয়ী পুলিশ সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জায়েদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আব্দল্লাহ আল মামুন, নুরে আলম, সুবাস সাহাসহ অন‌্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার জানান, নারায়ণগঞ্জে কর্মরত ১৪৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০১ জন সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। ৪৮ জন পুলিশ সদস্য আইসোলেশন সেন্টারে চিকিৎসাসেবা নিচ্ছেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে অনেক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেও তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে নানা উদ‌্যোগ নেওয়া হয়। নারায়ণগঞ্জে করোনার প্রভার অনেকটা কমেছে। আশা করি, বাকি পুলিশ সদস্যরা সুস্থ হয়ে শিগগির কাজে যোগ দিতে পারবেন।’

করোনাবিজয়ী পুলিশ সদস্যরা বলেছেন, ‘করোনা মোকাবিলায় কাজ করার সময় আমরা করোনায় আক্রান্ত হয়েছিলাম। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের চিকিৎসাসহ সার্বিক বিষয় তদারকি করেছেন। অসুস্থ থাকার সময়ও আমাদের মনোবল চাঙ্গা ছিল।’ 

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে করোনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রন্ত হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে। করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৯২৩ জন। সুস্থ হয়েছেন ৮০৬ জন।



রাকিব/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়