ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

ময়মনসিংহে আরও ৮১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩০, ২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহে আরও ৮১ জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ২টি মেশিনে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার (১ জুন) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এসব তথ্য জানান।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জে পাঁচজন, ত্রিশালে পাঁচজন, নান্দাইলে চারজনসহ জেলায় ৬৩ জন, নেত্রকোনা জেলা সদরে তিনজন, কেন্দুয়ায় ছয়জন, মোহনগঞ্জে চারজন, পূর্বধলায় একজনসহ জেলায় ১৪ জন এবং জামালপুর জেলা সদরে চারজন রয়েছে।

চিত্তরঞ্জন দেবনাথ জানান, এ নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ১ হাজার ১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোনা জেলায় ২৫৪ জন, শেরপুর জেলায় ৮৪ জন রযেছে। বিভাগ থেকে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন। মারা গেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ছয়জন, জামালপুর জেলায় চারজন, নেত্রকোনা জেলায় দুইজন ও শেরপুর জেলায় একজন রয়েছেন।


মিলন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়