ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গোপালগঞ্জে নার্সসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৬, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে নার্সসহ আরও ১৬ জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক নার্সসহ ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২২২ জনে।

বুধবার (৩ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ৬ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ৪, কোটালীপাড়ায় ৩, কাশিয়ানী উপজেলায় ২ ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন রয়েছে।

তিনি আরও জানান, মোট আক্রান্তদের মধ্যে একজন মারা গেছে, ৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১২২ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

এর আগে জেলায় ২০৬ করোনা রোগী শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে মুকসুদপুরে মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ৫০ জন, কাশিয়ানী উপজেলায় ৫৪ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় চার চিকিৎসকসহ ২৫ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৩৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক চিকিৎসক ও একজন নার্সসহ ৪৩ জন রয়েছেন।



বাদল সাহা/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়