ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫২, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
যাত্রী ও যানবাহনের চাপ নেই পাটুরিয়ায়

যাত্রী ও বাস-ট্রাকের চাপ না থাকায় অনেকটা ফাঁকাই বলা চলে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। পর্যাপ্ত সংখ্যক ফেরি চলাচল করায় কোনো যানবাহনকে ঘাটে এসে অপেক্ষা করতে হচ্ছে না। এদিকে দুটি নৌরুটে চলাচল করছে ৩৩টি লঞ্চ।

বুধবার (৩ জুন) সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে এমনই চিত্র দেখা যায়।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জিল্লুর রহমান জানান, বহরে ১৭ ফেরির মধ্যে ১৫টি চলাচল করছে। তবে, ঘাটে কোনো যাত্রী ও যানবাহনের চাপ নেই।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট রুটে মোট ৩৩টি লঞ্চ চলাচল করছে। তবে লঞ্চঘাটেও যাত্রীর কোন চাপ নেই। স্বাভাবিক সময়ের চাইতে কম সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টপেজ থেকে চলছে গণ পরিবহন। মহাসড়কে চলাচলরত গণপরিবহনে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি ।

 

আব্দুল আলীম/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়