ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চট্টগ্রামে করোনা আক্রান্ত চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৫, ৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনা আক্রান্ত চিকিৎসকসহ ৩ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন চিকিৎসক এবং দুই নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পৃথক পৃথক সময়ে তাদের মৃত্যু ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আফতাবুল ইসলাম জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এই হাসপাতালেরই ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. মুহিদ হাসান।

এর আগে গত ২৬ মে মুহিদ হাসানের করোনা শনাক্ত হয়। ওইদিনই তিনি হাসপাতালের কেবিনে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার (৩ জুন) তাকে আইসিইউতে নেওয়া হলে সকালে তার মৃত্যু ঘটে।

এদিকে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই নারী মৃত্যু ঘটেছে বৃহস্পতিবার।

হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আবদুর রব দুপুরে রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া দুই নারী হলেন হাফসা বেগম (৫০) এবং সেলিনা আফরোজ (৫৫)। তারা করোনা ছাড়াও ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন।


রেজাউল/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়