ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গাজীপুরে আরও ৪১ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৫, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গাজীপুরে আরও ৪১ জন করোনায় আক্রান্ত

গাজীপুরের পাঁচটি উপজেলায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১ হাজার ৫৩১ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯২ জন।

শুক্রবার (৫ জুন) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ৭০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে আরও ৪১ জনের করোনা শনাক্ত হন। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ১৮ জন, কালিয়াকৈর উপজেলায় সাতজন, কাপাসিয়া উপজেলায় ১২ জন এবং কালীগঞ্জে চারজন রয়েছেন।

প্রাপ্ত তথ্য অনুসারে, জেলায় এ পর্যন্ত মোট ১২ হাজার ৭৭৮ জনের নমুনা পরীক্ষা শেষে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৩১ জনের। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৯৭৪ জন, কালিয়াকৈর উপজেলায় ১৭০ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫৫ জন, কাপাসিয়া উপজেলায় ১১৪ জন এবং শ্রীপুর উপজেলায় ১১৮ জন রয়েছে।

 

গাজীপুর/হাসমত আলী/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়