ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে কফিন মিছিল

চট্টগ্রামে করোনা মোকাবেলায় বেসরকারি হাসপাতালের আইসিইউগুলোকে রাষ্টীয়ভাবে অধিগ্রহন করে জনগণের জন্য উম্মুক্ত করার দাবিতে নানা কর্মসূচি পালন করছে ‘অ‌্যাকশান এগেইনস্ট করোনা চট্টগ্রাম’।

শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংগঠনটি কফিন মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে।

এসময় ‘অ‌্যাকশান এগেইনস্ট করোনা চট্টগ্রাম’-এর সমম্বয়ক ডা. সুশান্ত বড়ুয়া, তানভীর হোসেন, অ‌্যাডভোকেট আমীর আব্বাস, বীষুময় দেব বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘চট্টগ্রাম করোনার হট স্পট। দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগী। পোর্ট অব করোনাতে পরিণত হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম শহরটি। এ শহরে সাড়ে তিন হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত। শতাধিক লোক ইতোমধ্যে মারা গেছেন। বেসরকারি হাসপাতালগুলো স্বাস্থ‌্য সেবা দিচ্ছে না। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ দীর্ঘ দুই মাস ধরে। বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো অবিলম্বে রাষ্টীয়ভাবে অধিগ্রহন করে জনগণের জন্য উম্মুক্ত করার দাবি জানাচ্ছি।’

এর আগে মানববন্ধন শেষে কফিন নিয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


রেজাউল করিম/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়