ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চট্টগ্রামে নতুন করে মৃত্যু ৪, আক্রান্ত ১৪০

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে নতুন করে মৃত্যু ৪, আক্রান্ত ১৪০

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন করে আরো ১৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৮০৬ জনে।

নতুন করে আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় ৭২ জন ও উপজেলা পর্যায়ে ৬৮ জন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪ জন। এদের ৩ জনই চট্টগ্রাম মহানগরীর।

চট্টগ্রামের ৩টি পিসিআর ল্যাবে ৫৯৬ জনের নমুনা পরীক্ষার পর এই নতুন আক্রান্তরা শনাক্ত হন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১২টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নতুন করে আক্রান্তদের তথ্য প্রকাশ করেন।

তিনি জানান, ৩টি ল্যাবের মধ্যে নগরীর ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৭৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ১৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের এবং চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির ল্যাবে ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ল্যাবে পরীক্ষা শুরুর প্রথম দিনেই ৮১টি নমুনা পরীক্ষা করে ৭৮টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি অস্বাভাবিক হওয়ায় উক্ত ফল বাতিল করে পুণরায় পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে বলে চবি কর্তৃপক্ষ জানিয়েছে। এর প্রেক্ষিতে চবি ল্যাবের ফলাফল শুক্রবারে প্রতিবেদনে উল্লেখ করেনি সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ৩ হাজার ৮০৬ জনের মধ্যে মারা গেছেন ৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২৬৭ জন।

 

চট্টগ্রাম/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়