ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ টাঙ্গাইলে নতুন আক্রান্ত ১৬

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মির্জাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ টাঙ্গাইলে নতুন আক্রান্ত ১৬

টাঙ্গাইলে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুসহ জেলায় নতুন করে ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুরে আটজন, সদর উপজেলায় চারজন, কালিহাতীতে তিনজন ও ঘাটাইল উপজেলার একজন রয়েছেন। এ নিয়ে জেলায় এই ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৩৫ জনে।

শনিবার (৬ জুন) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১ জুন তারিখে জেলা থেতে ঢাকায় প্রেরিত ১৪৮টি নমুনার ফলাফল আজ এসেছে। এতে ১৬ জনের পজিটিভ পাওয়া গেছে। নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, তার ভাতিজা উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মীর চঞ্চল মাহমুদ ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকও রয়েছেন।

তিনি আরও জানান, এখন পর্যন্ত জেলায় আক্রান্ত ২৩৫ জনের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৬৩ জন, বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৬৭ জন।

গতকাল ৫ জুন পর্যন্ত জেলা থেকে প্রেরিত মোট নমুনার সংখ্যা পাঁচ হাজার ৭১৯টি। এদের মধ্যে পাঁচ হাজার ২৫৫টি নমুনার ফলাফল পাওয়া গেছে। বাকি ৪৬৪টি নমুনার ফলাফল এখনও পেন্ডিং রয়েছে।

এছাড়াও আজ শনিবার নতুন করে আরও ৯৬টি নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

 

শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়