ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৌলভীবাজারে বজ্রপাতে আরও দুজনের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৯, ৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মৌলভীবাজারে বজ্রপাতে আরও দুজনের মৃত্যু

মৌলভীবাজার বজ্রপাতে আরও দুজনের মৃত্যু হয়ছে। এ নিয়ে শনিবার (৬ জুন) বজ্রপাতে মৌলভীবাজারে তিন জনের মৃত্যু হয়েছে।

জেলার বড়লেখা উপজেলায় নতুন এক জনসহ দুজন ও কমলগঞ্জ উপজেলায় এক জনের মৃত্যু হয়।

শনিবার (৬ জুন) দুপুরে কমলগঞ্জে বজ্রপাতে পাওয়ার টিলার চালক আব্দুল লতিফের (১৭) মৃত্যু হয়। সে গুলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে।

এদিকে বড়লেখা বর্নি ইউনিয়নের কাজিরবন্দ গ্রামের মৃত রমিজ আলীর ছেলে রুবেল আহমদ (২৫) এর মৃত্যু হয়। এর আগে একই উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের গল্লাসাঙ্গন গ্রামের ইসহাক আলীর ছেলে আব্দুল মতিনের (৫৫) মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লতিফ পাওয়ার টিলার নিয়ে জমি চাষ করতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে সে জ্ঞান হারায়। তাকে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বড়লেখা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে রুবেল আহমদ কাজিরবন্দ এলাকার একটি খালে ঠেলাজাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে আশপাশের লোকজন রুবেলের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

অন্যদিকে সকাল ১০টার দিকে বৃষ্টির মধ্যে আব্দুল মতিন বাড়ির পাশে সবজি ক্ষেতে কাজ করতে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান। পরে স্থানীয় লোকজন আব্দুল মতিনের লাশ জমিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করন।


সাইফুল্লাহ হাসান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়