ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে উন্মত্ত করাঙ্গী, ভেঙেছে বাঁধ

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে উন্মত্ত করাঙ্গী, ভেঙেছে বাঁধ

কয়েকদিনের অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বেড়েছে হবিগঞ্জের বাহুবল উপজেলার করাঙ্গী নদীতে।

পানির উন্মত্ত রূপ ও নদীর গর্জনে আতঙ্ক বেড়েছে নদীপাড়ের লোকজনের মনে।

রোববার (৭ জুন) বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের নিজগাঁও গ্রাম। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ভোগে রয়েছে পানিবন্দি লোকজন।

সোমবার (৮ জুন) দুপুরে স্থানীয় সমাজসেবক সিনিয়র সাংবাদিক সৈয়দ আব্দুল মান্নান জানান, করাঙ্গী নদীর পানি বিপদসীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ নদী থেকে বিভিন্ন খাল দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে পানি প্রবেশ করছে। ফলে বাড়িঘরে লোকজন পানিবন্দি হচ্ছে। জমির ফসল পানির নিচে যাচ্ছে। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়ছেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, ‘বাঁধ ভাঙার খবর পাওয়ামাত্র ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন তৃণমূল মানুষের পাশে আছে।'

 

মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়