ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাজিতপুরে করোনা উপসর্গ নিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৫, ১৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাজিতপুরে করোনা উপসর্গ নিয়ে ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ওষুধ ফার্মেসির মালিক (৬০)। তিনি সরারচর বাজারের একজন প্রতিষ্ঠিত ওষুধ ব্যবসায়ী ছিলেন।

কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, শুক্রবার (১২ জুন) বিকেলে সরারচর ইউনিয়নের দুর্গাবাড়ি গ্রামের নিজ বাড়িতে ওই ওষুধ ব্যবসায়ী মারা যান।

তিনি জানান,করোনা উপসর্গ থাকায় গত বুধবার (১০ জুন) উপজেলা স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই মৃত্যু হয়েছে তার। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যু করোনায় কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে এই ওষুধ ব্যবসায়ী প্রচণ্ড জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন।

 

রুমন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়