ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মেহেরপুরে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ১৫ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মেহেরপুরে লিবিয়ায় মানবপাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার

আব্দুস সামাদ আজাদ

মেহেরপুরের গাংনী উপজেলা থেকে মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদকে (৩০) গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশের একটি দল।

সোমবার (১৫ জুন) ভোরে উপজেলার ষোলটাকা ইউনিয়নের ভোলাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুস সামাদ আজাদ গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং ভোলাডাঙ্গা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক। তার নামে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানায় মানবপাচারের অভিযোগে মামলা রয়েছে।

সিআইডির ওসি হাসান ইমাম জানান, আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য আব্দুস সামাদ আজাদ ভোলাডাঙ্গায় তার শশুরবাড়িতে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি লিবিয়ায় ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা এবং ১১ জন বাংলাদেশিকে জখম করেন মানবপাচারকারী চক্রের সদস্যরা।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সামাদ আজাদ ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। অবৈধভাবে বিভিন্ন উপায়ে বাংলাদেশ থেকে লিবিয়ায় মানবপাচার করেন তিনি।

স্থানীয়রা জানান, আব্দুস সামাদ আজাদ এক সময় লিবিয়ায় ছিলেন। এরপর থেকে লিবিয়ায় মানবপাচারের সঙ্গে জড়িয়ে পড়েন।

 

মহাসিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়