ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সাভারে করোনায় চিকিৎসকসহ দুইজনের মৃত্যু

সাভার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১২, ১৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাভারে করোনায় চিকিৎসকসহ দুইজনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাভারে এনাম মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ ও  একজন বিশিষ্ট সমাজসেবকের মৃত্যু হয়েছে।

এঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শোক জানিয়ে নিজের ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টায় তিনি নিজের ফেসবুক ওয়ালে দেয়া স্ট্যাটাসের মাধ্যমে করোনায় ওই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সন্ধ্যায় উপজেলার তালবাগ কবরস্থান কমিটির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক বৃদ্ধ দেলোয়ার হোসেন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। তবে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. মুজিবুর রহমান ঠিক কোথায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তা জানা যায়নি।

এদিকে, করোনায় আক্রান্ত ও মৃত্যুর বিষয়ে নিশ্চিত হতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা সায়েমুল হুদার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

অপরদিকে, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাভার’ এর অফিসিয়াল ফেসবুক আইডিতে নিয়মিত করোনার সর্বশেষ আপডেট তথ্য গত ১২ জুন পর্যন্ত দেয়া থাকলেও এরপর থেকে গত চারদিনের কোন তথ্য পাওয়া যায়নি।

 

সাব্বির/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়