ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নকল ওষুধ কারখানায় অভিযান, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নকল ওষুধ কারখানায় অভিযান, আটক ১

কুষ্টিয়ায় একটি নকল হোমিওপ্যাথি ওষুধ প্রস্তুত কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল ওষুধ প্রস্ততের দায়ে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় এপি লিমিটেড নামের ওই কারখানায় কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান জানান, তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিওপ্যাথি ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালানো হয়।

সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ওষুধ প্রস্তুতের ব্যাপারে তোহিদুল ইসলামের কোনো বৈধ কাগজপত্র নেই। তিনি দীর্ঘদিন ধরে নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছেন বলে তিনি জানান ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান।


কাঞ্চন কুমার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়