ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নোয়াখালীতে নতুন শনাক্ত ১০৬, মৃত ১

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নোয়াখালীতে নতুন শনাক্ত ১০৬, মৃত ১

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় ১০৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে এক জনের। এ পর্যন্ত এটাই নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে জেলায় আক্রান্ত এক হাজার ৫৮১ জন ও মোট মৃত্যু হয়েছে ৩৯ জনের।

বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ৩টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, ‘১৭ জুন রাতে এসব ব্যক্তির রিপোর্টে করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৪০ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ৯৫৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন।’

করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় নোয়াখালীর সদর, বেগমগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় লকডাউন চলছে। উপজেলার প্রবেশ মুখগুলোতে চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে পুলিশ। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে।



মাওলা সুজন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়