ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হবিগঞ্জে কয়েক এলাকাকে রেড জোন ঘোষণা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৭, ১৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হবিগঞ্জে কয়েক এলাকাকে রেড জোন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় হবিগঞ্জে কয়েকটি এলাকাকে রেড জোন ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় সাড়ে ৭টায় হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল এ ঘোষণা দেন।

ঘোষণাকৃত এলাকাগুলো হলো— আজমিরীগঞ্জ সদর, বাহুবল সদর, চুনারুঘাটের দেওরগাছ, উবাহাটা ও রাণীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট ও মাধবপুর পৌরসভা।

এছাড়া, হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডকেও রেড জোন ঘোষণা করা হয়।

ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, ঝুঁকিপূর্ণ এসব এলাকাকে নতুন করে রেড জোন ঘোষণা দিয়ে লকডাউন করেছে প্রশাসন। লকডাউনের আওতায় থাকা এসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত বন্ধ থাকবে। শুধু ফার্মেসিসহ স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও পরিবহন, করোনা মোকাবিলার কাজে ব্যবহৃত গাড়ি চলাচল করতে পারবে।

উল্লেখ্য, জেলায় এ পর্যন্ত মোট ২৬১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে সুস্থ ১৫৮ ও ৪ জন মারা যান।

 

মামুন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়