ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়ালো

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৭, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়ালো

পার্বত্য জেলা রাঙামাটিতে প্রতিনিয়িত বেড়ে চলেছে করেনা রোগীর সংখ্যা।

সোমবার (২২ জুন) মধ্যরাতে সিভাসু থেকে থেকে আসা রিপোর্টে জানা যায় জেলাতে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা এখন দুইশো ছাড়িয়েছে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বে থাকা ডা. মোস্তফা কামাল এ সত্যতা নিশ্চিত করেছেন।

ডা. মোস্তফা জানান,  সোমবার রাতে চট্টগ্রামের সিভাসু থেকে ৫৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

এদিকে, রাঙামাটির বরকল উপজেলায়ও করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এতদিন বরকল উপজেলা করোনা মুক্ত ছিল।

এ নিয়ে সর্বমোট রাঙামাটিতে করোনা রোগীর সংখ্যা হলো ২০৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭৭ জন। আইসোলেশনে আছেন ১৯ জন। মারা গেছেন ৫ জন।



বিজয়/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়