ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

মুন্সীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন

করোনা শনাক্ত করতে পিসিআর ল্যাব স্থাপন ও ২৫০ শয্যার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবন চালুর দাবিতে মানববন্ধন সার্কেল এইট্টিওয়ানস নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। সেসময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

সেসময় মুন্সীগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মুন্সীগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করে।

মানববন্ধনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সীগঞ্জ শাখার সভাপতি শ. ম কামাল হোসেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসাইন জাকির, ক্রীড়া সংগঠক সাইদুর রহমান সাঈদ, মাসুদ রানা, অ্যাডভোকেট আরিফ আহমেদ, অ্যাডভোকেট আরিফুর রহমান খোকন, সাংবাদিক শেখ মোহাম্মদ রতন, জুয়েল রানা, শফিকুল হাসান তুষার, ফয়সাল আহম্মেদ মনির, সালেহিন, জুয়েল, এপেক্স আরিফ, লিমন, সুদিপ দাস দ্বিপ প্রমুখ বক্তব্য রাখেন।

 

রতন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়