ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বান্দরবানে করোনায় নতুন আক্রান্ত ৪০ জন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বান্দরবানে করোনায় নতুন আক্রান্ত ৪০ জন

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ৪০ জন। আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ২৪১ জন, মোট সুস্থ হয়েছে ৫২ জনের বেশি।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৭ টার দিকে জেলার সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমা  এ তথ্য জানান।

ডা:অং সুই প্রু মারমা আরো জানান, রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে, স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ রোধ করা কোনো ভাবেই সম্ভব নয়, তাই সবাইকে সচেতন হয়ে করোনা মোকাবেলা করতে হবে।

প্রসঙ্গত, গত ১০ জুন করোনা সংক্রমণ রোধে বান্দরবান সদর উপজেলা ও রুমা উপজেলাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করে জেলা প্রশাসন । জেলার ২৪১ জন আক্রান্তের মধ্যে একই যৌথ পরিবারের ১৬জন সদস্য রয়েছে।


এস বাসু দাশ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়