ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩০, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে একদিনে সর্বোচ্চ ৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ২৪ ঘণ্টায় এটি জেলার সর্বোচ্চ রেকর্ড।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭৮ জন।

বুধবার (২৪ জুন) সকালে জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন।

তিনি জানান, জেলায় ২৮০ জনের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসে ২১১ জনের। আর পজেটিভ আসে ৬৯ জনের। এর মধ্যে সদর উপজেলায় ৩০ জন, কমলনগরে ২৩ জন, রামগঞ্জে ১০ জন, রামগতিতে ৫ জন ও রায়পুরে একজন। এ দিকে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৪ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৫৫ জন।

জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন আরও জানান, জেলায় এখন পর্যন্ত ৬৭৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরে ৩২৬ জন, রামগঞ্জে ১১৯ জন, রায়পুরে ৬৫ জন, কমলনগরে ১১১ জন ও রামগতিতে ৫৭ জন রয়েছেন।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭৯ জন।  অবশিষ্ট ৩৮০ জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।



ফরহাদ/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়