ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

গোপালগঞ্জে ডাক্তার-নার্সসহ করোনায় নতুন আক্রান্ত ১৭

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ২৪ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ডাক্তার-নার্সসহ করোনায় নতুন আক্রান্ত ১৭

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক ডাক্তার ও দুই নার্সসহ ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২১ জনে।

বুধবার (২৪ জুন) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৮ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ৪ জন, মুকসুদপুর উপজেলায় ৪ জন ও কোটালীপাড়া উপজেলায় একজন রয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে নেয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কেয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, জেলা থেকে মোট ৪ হাজার ৫৩৯ জনের নমুন সংগ্রহ করা হয়েছে। মোট আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় মোট ৯ জন মারা গেছেন। অবশিষ্টদের মধ্যে ২৬৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ২৪৪ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, করোনা আক্রান্ত ৫২১ জনের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১৩২ জন, কাশিয়ানী উপজেলায় ১২০ জন, সদর উপজেলায় ১১৯ জন, কোটালীপাড়া উপজেলায় ৭০ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৭০ জন রয়েছেন। এর মধ্যে ডাক্তার, নার্সসহ ৪৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বাদল/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়