ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাঙামাটিতে হচ্ছে পিসিআর ল্যাব

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ২৬ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাঙামাটিতে হচ্ছে পিসিআর ল্যাব

পার্বত্য জেলা রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিসিআর ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন।

শুক্রবার (২৬ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে করোনাভাইরাস প্রতিরোধ স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম পরিচালনাও আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি একথা জানান।

সভার শুরুতে পবন চৌধুরী রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লক্ষ টাকার চেক তুলে দেন।

সিভিল সার্জনকে উদ্দেশ্য করে পবন চৌধুরী বলেন, ‘আমরা বসুন্ধরা গ্রুপ থেকে থেকে রাঙামাটির সাধারণ মানুষের জন্য যে পিসিআর ল্যাবটি পেয়েছি সেটি যথাযথভাবে কাজে লাগানোর দায়িত্ব আপনার। আপনি যদি ব্যর্থ হন, তাহলে সবকিছু দিয়েও কোনো কাজে আসবে না। অতএব আপনি এটি দ্রুত চালু করার ব্যবস্থা করবেন।’

এসময় রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, রাঙামাটি রিজিয়নের মেজর মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।



বিজয় ধর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়