ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাতক্ষীরায় নমুনা দেওয়ার পরদিন গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৪, ২৭ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় নমুনা দেওয়ার পরদিন গ্রাম্য চিকিৎসকের মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় নমুনা দেওয়ার এক দিন পর জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে জি. এম ওমর ফারুক (৬০) নামে এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু হয়েছে।   

তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা-কুকোডাঙ্গা গ্রামের বাহারউদ্দিন সরদারের ছেলে। ওমর ফারুক ভাড়াশিমলা ইউনিয়নের ৫ নং ওয়াডের সাবেক ইউপি সদস্য ছিলেন। 

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় বাড়ি থেকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

শনিবার রাতে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈবুর রহমান জানান, ওমর ফারুকের সর্দি, কাশি, জ্বর, গলা ব্যথাসহ সব ধরনের উপসর্গ ছিল। শুক্রবার (২৬ জুন) সকালে তিনি নমুনা পরীক্ষার জন্য এলে তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হয়।

ডা. শেখ তৈবুর রহমান আরও জানান, তিনি ভর্তি হতে চাননি। এরপর শনিবার (২৭ জুন) সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।  

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, করোনা উপসর্গ মৃত্যু হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফন করতে বলা হয়েছে। তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়িও লক ডাউন করা হয়েছে।

এ নিয়ে সাতক্ষীরা জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হলো।


শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়