ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ময়মনসিংহ বিভাগে আরও ১৭৯ জনের করোনা সংক্রমণ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:০০, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ময়মনসিংহ বিভাগে আরও ১৭৯ জনের করোনা সংক্রমণ

ময়মনসিংহ বিভাগে আরও ১৭৯ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

রোববার (২৮ জুন) দিনগত রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এ তথ্য জানান।

তিনি জানান, মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৯৮৬টি নমুনা পরীক্ষা করে ১৭৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, নতুন আক্রান্তদের নিয়ে ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত ৩ হাজার ৭৫ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১ হাজার ৭৭৭ জন, জামালপুরে ৫৪৩ জন, নেত্রকোনায় ৫১৬ জন এবং শেরপুর জেলায় ২৩৫ জন।

ময়মনসিংহ জেলায় নতুন আক্রান্ত ১২১ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় ৬৫ জন, মুক্তাগাছা উপজেলায় ২২ জন, হালুয়াঘাটে ২০ জন, তারাকান্দায় পাঁচজন, ভালুকায় চারজন, ঈশ্বরগঞ্জে দুইজন, ফুলবাড়িয়ায় দুইজন ও ধোবাউড়া উপজেলায় একজন রয়েছেন। 

ময়মনসিংহ বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ২০ জন, জামালপুরে আটজন এবং নেত্রকোনায় তিনজন ও শেরপুর জেলায় তিনজন রয়েছেন।

 

মিলন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়