ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় ময়মনসিংহে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ২৯ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
করোনায় ময়মনসিংহে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ করোনায় মোট ২২ জনের মৃত্যু হলো।

মৃত দুই জন হলেন নগরীর নওমহল এলাকার বাসিন্দা ব্যবসায়ী স্বপন কুমার দে (৫৫) ও মুক্তাগাছা উপজেলা সদরের প্রতাপ কর (৭০) ।

সোমবার (২৯ জুন) মৃত্যুর খবর নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, প্রতাপ কর গত ২৭ জুন হ্নদরোগের সমস্য নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরদিন করোনা পরীক্ষা করলে তার পজিটিভ ধরা পড়ে। রবিবার (২৮ জুন) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিকে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ নগরীর নওমহল এলাকার বাসিন্দা ব্যবসায়ী স্বপন কুমার দে গত ২৩শে জুন করোনায় আক্রান্ত হয়ে নগরীর এসকে হাসপাতালে ভর্তি হয়।

পরে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ করোনা ডেডিকেটেড কোভিড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি আরও বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের।



ময়মনসিংহ/মাহমুদুল হাসান মিলন/সাজেদ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়