ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিরামপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিরামপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল ধ্বংস

দিনাজপুরের বিরামপুরে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২ টায় বিরামপুর হাটে এ অভিযান চালানো হয়।

বিষয়টি জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মোহসিয়া তাবাসসুম।  

তিনি জানান, বর্তমানে বর্ষার মৌসুমে নদ-নদী, খাল-বিলে দেশীয় মাছের প্রজনন চলছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার ফলে দিন দিন দেশীয় মাছ বিলুপ্তির পথে। বিরামপুর হাটে কারেন্ট জাল বিক্রির খবর পেয়ে ইউএনর পরিমল কুমার সরকারের নির্দেশে পুলিশসহ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জালগুলো জব্দ করা হয়।

অভিযানের খবর পেয়ে অনেক অসাধু ব্যবসায়ী পালিয়ে যান। এসময় একজনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। কারেন্ট জাল বিক্রি বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।



আলমগীর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়