ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দাগনভূঞার সেই নৈশ প্রহরীর পরিবারকে ১ লাখ টাকা দিলো ওয়ালটন

ফেনী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দাগনভূঞার সেই নৈশ প্রহরীর পরিবারকে ১ লাখ টাকা দিলো ওয়ালটন

ডাকাতের হাতে খুন হওয়া দাগনভূঞা বেকের বাজারের নৈশ প্রহরীর আবদুল মান্নান (৪৫) ওরফে মনু পরিবারকে এক লাখ টাকা প্রদান করেছে ওয়ালটন গ্রুপ।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের হাতে ওয়ালটনের ফেনী জোনের এরিয়া ম্যানেজার সোহেল রানা নগদ এক লাখ টাকা হস্তান্তর করেন।

এ সময় স্থানীয় ডেপুটি অ্যাসিসটেন্ট ডিরেক্টর ওয়ালটন প্লাজা দাগনভূঞার চন্দন কুমার শীল, ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, দাগনভূঞা থানার পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত পার্থ প্রতিম দেব, ওসি অপারেশন সুমন বড়ুয়া ও রাইজিংবিডির ফেনী সংবাদদাতা সৌরভ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

টাকা পেয়ে ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবদুল মান্নানের বড় মেয়ে নুসরাত সুলতানা রিয়া।

উল্লেখ্য, গত ২৫ জুন ভোরে দাগনভূঞা উপজেলার বেকের বাজারের শরিয়ত অ্যান্ড ব্রাদাসের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল ডাকাতরা। তখন নৈশ প্রহরীর দায়িত্বে থাকা আবদুল মান্নান মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার শুরু করেন এবং বাধা দেন।

এলাকাবাসী ডাকাতির খবর মসজিদের মাইকেও প্রচার করে। সেসময় ডাকাতরা ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে নৈশ প্রহরী আবদুল মান্নানকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনায় পুলিশের সাথে গোলাগুলিতে তিন ডাকাত ও এক পুলিশ গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে দুই ডাকাত সদস্য নিহত হয়। গুরুতর আহত ডাকাত দলের আরেক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

 

সৌরভ পাটোয়ারী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়