ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ৪০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
টাঙ্গাইলে একদিনে করোনায় আক্রান্ত ৪০

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় এক নারী চিকিৎসক ও দুই পুলিশ সদস্যসহ ৪০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যা এখন পর্যন্ত জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এ নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে দেলদুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী মেডিক্যাল অফিসারসহ চার জন, মির্জাপুর মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের দুই পুলিশ সদস্যসহ ১১ জন, টাঙ্গাইল সদর উপজেলায় ১৭ জন, নাগরপুরে এক জন, কালিহাতীতে এক জন, ঘাটাইলে দুজন ও গোপালপুর উপজেলায় চার জন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২২৫ জন, মারা গেছেন ১২ জন এবং নমুনা সংগ্রহের পর রিপোর্ট পেন্ডিং রয়েছে ৩৪৭টি।


শাহরিয়ার সিফাত/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়