ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বেলকুচিতে অপহরণের পর শিশু হত্যার অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৩০ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বেলকুচিতে অপহরণের পর শিশু হত্যার অভিযোগ, আটক ১

সিরাজগঞ্জের বেলকুচিতে অপহরণের পর মুক্তিপণের ৫০ হাজার টাকা দিতে না পারায় ইয়ামিন হোসেন (৯) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সুমন আহমেদ (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে উপজেলার রাজাপুর ইউনিয়নের চর রান্ধুনীবাড়ী থেকে মিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত শিশু ইয়ামিন হোসেন চর রান্ধুনীবাড়ী গ্রামের মো. লালচাঁদের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম জানান, গত ২৬ জুন বিকালে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর অপহরণকারী মোবাইল ফোনে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। শিশুটির পরিবার টাকা দিতে না পারায় এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহাউদ্দীন ফারুকী জানান, শিশুটির চাচা আব্দুল হাকিম বাদি হয়ে থানায় শিশু অপহরণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে চর রান্ধুনীবাড়ী গ্রামের বাসিন্দা আবুল কালামের ছেলে সুমন আহমেদকে আটক করা হয়েছে।

পরবর্তীতে সুমনের দেওয়া তথ্য মতে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওসি বাহাউদ্দীন ফারুকী।


অদিত্য রাসেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়