ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মমেকের চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৮, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মমেকের চিকিৎসক দম্পতি করোনায় আক্রান্ত

ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের (মমেক) অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) রাতে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ কে এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মঞ্জু রানী দেবনাথ ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের রেডিওলোজী বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সিভিল সার্জন এ কে এম মশিউল আলম জানান, ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের অধ্যক্ষ চিত্ত রঞ্জন দেবনাথ ও তার স্ত্রী ডা. মঞ্জু রাণী দেবনাথ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করে ২১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬ জন ময়মনসিংহ জেলার। অন‌্য ৫ জন নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার।

ময়মনসিংহের ১৬ জনের মধ্যে সদরে ১৩ জন, মুক্তাগাছা, ভালুকা ও হালুয়াঘাটে একজন করোনা রোগী আছে।

সিভিল সার্জন আরো বলেন, এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ‌্যা ১৮২৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৪৬ জন, বাড়িতে চিকিৎসাধীন ৭৮৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।

 

মিলন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়