ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার প্রথম আসামির জামিন

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রিফাত হত্যা মামলায় গ্রেপ্তার প্রথম আসামির জামিন

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি চন্দনকে (১৫) জামিন দিয়েছে আদালত।

বুধবার (১ জুলাই) দুপুরে বরগুনা নারী শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমানের আদালত এ জামিন মঞ্জুর করেন।

রিফাত হত্যার পরেরদিন ২০১৯ সালের ২৭ জুন চন্দনকে পৌরসভার আমতলা এলাকার বাসা থেকে আটক করে পুলিশ। এই মামলায় চন্দনই গ্রেপ্তার হওয়া প্রথম আসামি।

আজ বুধবার বরগুনা শিশু আদালতের আসামি পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট নার্গিস পারভীন সুরমা।

আসামি পক্ষের আইনজীবীকে জামিন শুনানিতে সহায়তা করেন আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম। রাষ্ট্রপক্ষে জামিন আবেদনের বিরোধীতা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বাবুল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামি চন্দনের জামিন মঞ্জুর করেন।

চন্দন বর্তমানে বরগুনা কারাগারে শিশু সংশোধনাগারে রয়েছে।

এ নিয়ে রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ১৪ শিশু আসামির মধ্য আট জন জামিন পেলো। ইতোপূর্বে মারুক, প্রিন্স মোল্লা, মারুফ মল্লিক, রাতুল, নাজমুল, আরিয়ান শ্রাবণ ও তানভীরের জামিন দিয়েছেন আদালত।


রুদ্র রুহান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়