ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সিরাজগঞ্জে সাংবাদিক মারধরের ঘটনায় আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিরাজগঞ্জে সাংবাদিক মারধরের ঘটনায় আটক ১

সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটায় কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবীধি না মানার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মারধরের ঘটনায় ওমর ফারুক (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ‌্য নিশ্চিত করেন।

মামলার বাদী ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান বলেন, ‘মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার মূল আসামিরা গ্রেপ্তার হয়নি।’

মামলার আসামিরা হলো- সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন আওয়াম লীগের সভাপতি হেলাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা, খলিলুর রহমান,

সেরাজুল ইসলাম, মজিদ হোসেন, ওমর ফারুক, সাবেক মেলেটারি বাবলু শেখ, মো. ফরিদ, আনোয়ার হোসেন সফের, ইসমাইল হোসেন, মজনু, হামিদুল, মুকুল মেম্বর, রাজু, আরিফ খানসহ আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।’

ওসি হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। বাকীদেরও আইনের আওতায় আনা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে কোরবানির পশুর হাটে স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রতিবেদন করার জন্য গেলে হাট ইজারাদারের লোকজন দুই সাংবাদিকের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করেন।


অদিত্য রাসেল/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়