ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত সহস্রাধিক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত সহস্রাধিক 

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ১০৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৭২ জন হলো।

বুধবার (১ জুলাই) দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ।

তিনি জানান, সরকারি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টার ল্যাবে ৬৯৬টি নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ২২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। 

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩০ জন, বাঞ্ছারামপুরে তিনজন, আখাউড়ায় ১৭ জন, নবীনগরে ১৩ জন, বিজয়নগরে ১৩ জন, সরাইলে চারজন, নাসিরনগরে আটজন, কসবায় আটজন ও আশুগঞ্জ উপজেলায় আটজন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩৩ জন ও মারা গেছেন ১৫ জন। এছাড়া এখনো আইসোলেশনে রয়েছেন ৭২৯ জন।

 

মাইনুদ্দীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়