ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফের কর্মব্যস্ত বুড়িমারী স্থলবন্দর

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৩, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফের কর্মব্যস্ত বুড়িমারী স্থলবন্দর

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ফলে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে কর্মব্যস্ততা শুরু হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের শূন্যরেখায় বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উপস্থিতিতে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

স্থলবন্দরটি বন্ধ হওয়ার ফলে ভুটান, নেপালসহ ভারতের সঙ্গে সব রকম ব্যবসায়-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল। সরকারের রাজস্ব আয়েও প্রভাব পড়েছে। আর বেকার হয়ে পড়ে এ বন্দরের কয়েক হাজার শ্রমিক।

এর আগে গত ১০ জুন চালু হওয়ার কয়েকঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যায় বুড়িমারী স্থলবন্দরের সব কার্যক্রম।

এ বিষয়ে রাইজিংবিডির সঙ্গে কথা হয় সিঅ্যান্ডএফ এজেন্ট সভাপতি পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং সিঅ্যান্ড এফ সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিশাদের সঙ্গে।

তারা বলেন, টানা অনেকদনি বন্ধ থাকার পর আবার চালু হলো বন্দর। চালু হবার সময় উপস্থিত ছিলেন ভারতের একজন মন্ত্রী, স্থানীয় এমএলএ এবং দুই দেশের ব্যবসায়ী নেতারা।


ফারুক/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়