ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শ্রীপুরে পরিবেশ দূষণের অভিযোগে ২ কারখানাকে জরিমানা

গাজীপুরে অকার্যকর ইটিপি দিয়ে পরিবেশ দূষণের অভিযোগে দুই কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জুলাই) এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান।

পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলায় পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শ্রীপুরের বেরাইদেরচালা এলাকার ডিগনিটি টেক্সটাইলস লিমিটেড কারখানা অকার্যকর ইটিপির দ্বারা পরিবেশ দূষণ করায় কারখানাটিকে তিন লাখ টাকা এবং একই এলাকার ইন্টিগ্রেটেড টেক্সটাইল রিসোর্সেস লিমিটেড নামক প্রিন্টিং কারখানাকে একই অপরাধে দুই লাখ টাকা জরিমানা এবং দুটি কারখানাকেই অবিলম্বে দূষণ বন্ধের নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক শেখ মোজাহীদসহ আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


হাসমত আলী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়