ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে গুলি করে বাংলাদেশি হত‌্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৮, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে গুলি করে বাংলাদেশি হত‌্যার অভিযোগ

সিলেটের গোয়াইঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের বিরুদ্ধে গুলি করে সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশিকে হত‌্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন নাজিম উদ্দিন (৩০) নামের অপর একজন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিরাজ স্থানীয় ধমদমা গ্রামের মৃত ওয়াহিদ আলীর ছেলে। আহত নাজিম একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব জানান, নিহত সিরাজের বাড়ি সীমান্ত লাগোয়া। এ কারণে তার পালন করা গরু সীমান্ত এলাকায় চড়ে বেড়ায়। সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যা সৃষ্টির পর একটি গরু হারিয়ে যায়। গরুটি খুঁজতে বিকেলে তারা ৪-৫ জন সীমান্ত পিলার ১২৬১/১ ও ২ এস এর মধ্যবর্তী পাহাড়তলী দিয়ে ভারতের অভ্যন্তরে চলে যান। তখনই খাসিয়াদের গুলিতে ঘটনাস্থলেই সিরাজের মৃত্যু হয়। অপরজন আহত হন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আহত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এর আগে গত ২০ জুন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাবুল বিশ্বাস (৩৪) নামে এক বাংলাদেশি নিহত হন। এসময় আহত হন ইন্দ্র বিশ্বাস (২২) নামে আরও একজন। একই মাসে ১০ জুন গোয়াইঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় খাসিয়াদের গুলিতে মিন্টু মিয়া (২৫) নামে এক যুবক মারা যান।


নোমান/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়