ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বগুড়ায় করোনায় শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ১৪৭

বগুড়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০০, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বগুড়ায় করোনায় শিক্ষকের মৃত্যু, আক্রান্ত ১৪৭

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গোলাম রব্বানী (৫৭) নামে এক শিক্ষক মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট  ৫৪ জনের মৃত্যু হলো।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১৯৯ জনে। 

শুক্রবার (৩ জুলাই) বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ‌্য জানান।

গোলাম রব্বানী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গত ২৪ জুন করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। পরের দিন নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোরে সেখানে তিনি মারা যান।

ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়ায় ৮১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৭ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে পুরুষ ৮৫ জন, নারী ৫৬ জন ও শিশু ছয়জন রযেছে।

 

আলমগীর/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়