ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কিশোরগঞ্জ পৌর মেয়র করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ৩ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কিশোরগঞ্জ পৌর মেয়র করোনায় আক্রান্ত

কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) পৌর মেয়রের করোনা পজেটিভ হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।

মেয়র মাহমুদ পারভেজ জানান, গত বুধবার তিনি শরীরে জ্বর অনুভব করেন। বিষয়টি নিয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমানের সাথে পরামর্শ করেন। পরদিন বৃহস্পতিবার (২ জুলাই) তিনি নমুনা দেন। শুক্রবার (৩ জুলাই) তিনি কোভিড-১৯ পজেটিভ আসার এসএমএস পান। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।

মেয়র বলেন, ‘এমন দুর্যোগপূর্ণ অবস্থায় সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। পৌরবাসীকে করোনাভাইরাস রোধে জনসচেতনামূলক প্রচার ও সারা শহরে জীবানুনাশক স্প্রে করার ব‌্যবস্থা করেছি। আমি সুস্থ হয়ে আবার পৌরবাসীর সেবায় ফিরতে চাই। সবার কাছে দোয়া চাই।’

এদিকে জেলায় সর্বশেষ করোনা আক্রান্ত ২৭ জন নিয়ে মোট শনাক্ত এক হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে আক্রান্ত ২৪ জনের মুত‌্যু হয়েছে। অন‌্যদিকে সুস্থ হয়েছেন এক হাজার ১১৬ জন।


রুমন চক্রবর্তী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়