ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ সন্দেহে আড়ৎ সিলগালা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে সরকারি চাল মজুদ সন্দেহে আড়ৎ সিলগালা

সরকারি চাল মজুদ রাখার সন্দেহে লক্ষ্মীপুরে একটি চালের আড়ৎ সিলগালা করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের ধানহাটা এলাকায় নিজাম স্টোরের আড়ৎটি সিলগালা করে সদর উপজেলা প্রশাসন। অভিযানের খবর পেয়ে আড়তের স্বত্ত্বাধিকারী নিজাম পালিয়ে যান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল কবির টিটু ও লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ প্রমুখ।

এর আগে বিকেল থেকে লক্ষ্মীপুরের বিভিন্নস্থানে সরকারি চাল ও গম উদ্ধারের অভিযানে নামে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নিজামের পেঁয়াজ-আলুর আড়তে সরকারি চাল মজুদ আছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ওই আড়তে অভিযান চালানো হয়। কিন্তু এর আগেই আড়ৎ বন্ধ করে নিজাম পালিয়ে যায়। এ জন্য আড়টিতে তল্লাশি করা সম্ভব হয়নি। তবে সরকারি চাল মজুত রয়েছে সন্দেহে সেটি সিলগালা করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল জানান, এ ঘটনায় পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে জেলার কমলনগর উপজেলার হাজিরহাটে তিন ব্যবসায়ীর গুদাম থেকে কাবিখা বরাদ্দের সরকারি ৯৫ টন চাল ও ৩৩ টন গম জব্দ করা হয়। এ সময় একজন আটক হয়।

 

ফরহাদ/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়