ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনা ইউনিটে রোগীদের স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে করোনা ইউনিটে রোগীদের স্বস্তি

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে শনিবার (৪ জুলাই) উপসর্গ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক রোগীকে ভর্তি করা হয়েছে।   

সদর উপজেলার বালিয়াঘাট্টা এলাকার এই রোগী (৫৩) অসুস্থ হয়ে পড়ার পর করোনা ইউনিটের সমন্বয়ক জেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করেন।এরপর তাকে হাসপাতালের অ্যাম্বুলেন্স পাঠিয়ে বাড়ি থেকে দ্রুততম সময়ের মধ্যে এনে করোনা ইউনিটে ভর্তি করানো হয়।

এ সময় করোনা ইউনিটে কর্তব্যরত চিকিৎসক ডা. আহনাফ শাহরিয়ার রোগীর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। দ্রুত রোগীর চিকিৎসা শুরু করাতে পেরে রোগীর স্বজনেরা সন্তোষ প্রকাশ করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গত সোমবার (২৯ জুন) পূর্ণাঙ্গ করোনা ইউনিট চালু করা হয়। এখানে  ৩০টি বেডে করোনা আক্রান্ত রোগীকে একসঙ্গে অক্সিজেন সরবরাহসহ চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব। এটি শুরুর পর থেকে হাসপাতালে আসা করোনা রোগীদের সেবার মান উন্নত হয়েছে। রোগীদের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে।

এর আগে  করোনার প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনে আইসোলেশন ওয়ার্ড চালু হয়।

উল্লেখ্য, জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১০১জন। সুস্থ হয়েছেন ৬০ জন।

 

জাহিদ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়