ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শওকত আলী বীর প্রতীক আর নেই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩০, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার শওকত আলী বীর প্রতীক আর নেই

মহান মুক্তিযুদ্ধে এক নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেজর (অবসরপ্রাপ্ত) শওকত আলী বীর প্রতীক আর নেই। 

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)  চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী নাসিমা বেগম, তাঁদের এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কিছুদিন ধরে হার্টের সমস্যাসহ ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মুক্তিযোদ্ধা মেজর (অব) শওকত আলীর পুত্র ইমরান মোরশেদ আলী তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিএমএইচে এই বীর প্রতীকের মৃত্যু হয়। 

রোববার (৫ জুলাই)  বেলা ১১টায় চট্টগ্রাম সেনানিবাসে প্রথম জানাজা ও বাদ জোহর  নগরীর গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে নগরীর গরীব উল্লাহ শাহ মাজার কবরস্থানে দাফন করা হবে।

 

চট্টগ্রাম/রেজাউল/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়