ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফেনসিডিলসহ ভারতের নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ফেনসিডিলসহ ভারতের নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিজিবির অভিযানে ফেনসিডিলসহ ভারতের নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত টনিক শেখ (৩২) পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার কাঞ্চন টাওয়ার নরেন্দ্রপুর গ্রামের খলিল শেখের ছেলে।

শনিবার (৪ জুলাই) রাত বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপি কমান্ডার নায়েব সুবেদার শাহিনুর রহমানের নেতৃত্বে একটি দল টহল দিচ্ছিলো।

তখন সীমান্ত পিলার ১৮৬/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ভারত থেকে আসা পাথর বোঝাই ট্রাক তল্লাশি করে ৩৯ বোতল ফেনসিডিল উদ্ধার ও টনিককে আটক করা হয়।

পরে ভারতীয় ট্রাক ও মালামালসহ টনিককে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

সীমান্তে চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

মিম্পা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়