ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় ৮০৯ নারী-শিশু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৪১, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
খুলনায় ৮০৯ নারী-শিশু করোনায় আক্রান্ত

খুলনায় এখন পর্যন্ত ২ হাজার ৩৬৪ জন করনোভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৮০৯ জন নারী ও শিশু মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। 

রোববার (৫ জুলাই) জেলা সিভিল সার্জন দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

সেখান থেকে জানানো হয়েছে, খুলনায় নারী ও শিশুর করোনায় আক্রান্তের হার ৩৪ শতাংশ। যার মধ্যে নারী ২৯ শতাংশ ও শিশু ৫ শতাংশ। আর পুরুষ আক্রান্ত হয়েছে ৬৬ শতাংশ। মোট আক্রান্তের মধ্যে নারী ৬৮৪, শিশু ১২৫ ও ১ হাজার ৫৫৫ জন পুরুষ রয়েছে। এর মধ্যে মারা গেছেন ৩০ জন। সুস্থ হয়েছেন  ৪৪৮ জন।

জেলা সিভিল সার্জন দপ্তর থেকে প্রকাশিত এক প্রতিবেদনে সিভিল সার্জন দপ্তরের মেডিক‌্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা উষা উল্লেখ করেন, মোট আক্রান্তের মধ্যে খুলনা মহানগরেই সর্বোচ্চ ১ হাজার ৮৬৭ জন রয়েছে। আর জেলায় ৪৯৭ জন। এরমধ্যে ফুলতলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সর্বোচ্চ ১১৯ জন আক্রান্ত হয়েছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘জেলায় ১২৫ জন শিশু করোনায় আক্রান্ত হলেও কেউ মারা যায়নি। এখনো কাউকে করোনা হাসপাতালেও ভর্তির প্রয়োজন হয়নি। বাসায় রেখেই তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

 

খুলনা/মুহাম্মদ নূরুজ্জামান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়