ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২২০

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৬, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ২২০

চট্টগ্রামে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২২০ জন।

রোববার (৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৫টি ল্যাবে ১ হাজার ৫০টি নমুনা পরীক্ষা করে ২২০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। 

ল্যাব ভিত্তিক পরিসংখ্যানে সিভিল সার্জন জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫১টি নমুনা পরীক্ষা করে ১০ জনের, বিআইটিআইডি ল্যাবে ১৪১টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, চট্টগ্রাম মেডিক‌্যাল কলেজ ল্যাবে ৪৪৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৩টি নমুনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এছাড়া, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২০৪ টি নমুনা পরীক্ষা করে ৮৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়।

চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৮ জনে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২৫ জন ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৩ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন ও বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৪ হাজারের বেশি লোক। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোট ১৮৯ জন মারা গেছেন।

 

রেজাউল করিম/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়