ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রাজশাহী খাবার সরবরাহকারী ‘ফুডপান্ডার’ কর্মীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৫ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজশাহী খাবার সরবরাহকারী ‘ফুডপান্ডার’ কর্মীদের মানববন্ধন

খাবার সরবরাহের অনলাইনভিত্তিক অ‌্যাপস ফুডপান্ডার রাইডাররা রাজশাহীতে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন। রোববার দুপুরে মহানগরীর জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে প্রায় দুইশ রাইডার অংশ নেন।

ফুডপান্ডার সিনিয়র রাইডার লিটন, পনি এবং শিপলুর নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, করোনাভাইরাস মহামারিতে মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না। এসময় জীবনের ঝুঁকি নিয়ে সকল শ্রেণি ও পেশার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেন সাহসী রাইডাররা। এ সাহসী রাইডারদের জন্য কোম্পানি কোনো প্রণোদনা দেয়নি। এরপর আবার বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় বাধ্য হয়ে আমরা মানববন্ধনে অংশ নিয়েছি। শুরু করেছি কর্মবিরতি।

ফুডপান্ডার সিনিয়র রাইডার লিটন বলেন, অবিলম্বে বেতন কাঠামোসহ ৫ দফা দাবি মেনে নিতে হবে। দাবি না মানা পর্যন্ত রাইডাররা কর্মবিরতি পালন অব্যাহত রাখবেন। কাজে যোগ দিবেন না।


রাজশাহী/তানজিমুল হক/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়